বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-21
বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-21

বাংলা জিকে কুইজ পর্ব-২১

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21

বাংলা জিকে কুইজ পর্ব-২১ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 : বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 নিচে দেওয়া হলো। এই বাংলা জিকে কুইজ পর্ব-২১ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 থেকে Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, Notes গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট।

 আপনার যারা বাংলা জিকে কুইজ পর্ব-২১ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।

বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21

  1. 2018 সালে ক্যালকাটা ফুটবল লিগে (CFL)  কোন ক্লাব চ্যাম্পিয়ন হয় ?

(A) ইস্টবেঙ্গল

(B) কাস্টমস

(C) মহামেডান

(D) মোহনবাগান

Answer : (D) মোহনবাগান

সমাধান: 2018 সালে ক্যালকাটা ফুটবল লিগে (CFL)  মোহনবাগান ক্লাব চ্যাম্পিয়ন হয়।

  1. নিম্নলিখিত কোন খেলোয়াড়ের ডাকনাম ” পাহাড়ী  বিছে ” ?

(A) সুনীল ছেত্রী 

(B) বাইচুং ভুটিয়া

(C) লালরিনডিকা রালতে

(D) ওপরের কোনোটিই নয় |

Answer : বাইচুং ভুটিয়া

সমাধান: ” পাহাড়ী  বিছে “ডাকনামটি বাইচুং ভুটিয়ার । ফুটবলে অসামান্য খেলার জন্য তার এই নামটি পরে।

  1. মার্গারেট নোবেল নিম্নলিখিত কার আসল নাম ?

(A) সিস্টার নিবেদিতা

(B) মাদার টেরেসা 

(C) অ্যানি বেসান্ত

(D) উপরের কোনটি নয় ।

Answer : সিস্টার নিবেদিতা

সমাধান: ভগিনী নিবেদিতা (জন্ম মার্গারেট এলিজাবেথ নোবেল) ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। 1895 সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং 1898 সালে ভারতে চলে আসেন। একই বছরের  25 মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”।

  1. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

(A) পশ্চিম মেদিনীপুর

(B) ঝাড়গ্রাম

(C) পূর্ব মেদিনীপুর

(D) হাওড়া

Answer : পূর্ব মেদিনীপুর

সমাধান: পূর্ব মেদিনীপুর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হল পশ্চিমবঙ্গের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র।  এটি মেচেদা এ অবস্থিত। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ৫৫ কি.মি. বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয়।

  1. বর্তমানে  পশ্চিমবঙ্গে   কয়টি প্রশাসনিক বিভাগ  আছে ?

(A) 3

(B) 6

(C) 5

(D) 9

Answer :5

সমাধান: ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ সর্বমোট পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত যথাঃ 1) জলপাইগুড়ি বিভাগ, 2) মালদা বিভাগ, 3) বর্ধমান বিভাগ, 4) প্রেসিডেন্সি বিভাগ, 5) মেদিনীপুর বিভাগ ।

  1. আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন ?

(A) হোসেন শাহ

(B) শেরশাহ

(C) সিকান্দার শাহ

(D) নসরৎ  শাহ

Answer : সিকান্দার শাহ

সমাধান: মসজিদটি বঙ্গ সুলতানিয়ার ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের আমলে নির্মিত হয়েছিল। মসজিদটি চৌদ্দ শতাব্দীতে দিল্লি সুলতানির বিরুদ্ধে দুটি জয়ের পরে রাজ্যের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষাগুলি প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছিল।

  1. সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল ?

(A) ওয়ারেন হেস্টিংস 

(B) লর্ড উইলিয়াম বেন্টিং

(C) লর্ড ক্যানিং

(D) লর্ড কার্জন

Answer : লর্ড উইলিয়াম বেন্টিং

সমাধান: 1829 সালের 4 ঠা ডিসেম্বর -এ বৃটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীতে সতিদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। এসময় বেঙ্গলের গভর্ণর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক। অবশ্য এ আইনী কার্যক্রম গৃহীত হয় মূলত রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই।

8.ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লী স্থানান্তরিত হয় কবে ?

(A) 1909

(B) 1910

(C) 1911

(D) 1913

Answer : 1911

সমাধান: 1911 সালের 12 ই ডিসেম্বর দিল্লি দরবার চলাকালীন ভারতের তৎকালীন সম্রাট জর্জ পঞ্চম কুইন মেরির সাথে তাঁর কনসোর্ট ঘোষণা করেছিলেন যে রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে । 

  1. নিম্নলিখিত কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয় ?

(A) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়

(B) সুভাষচন্দ্র বোস

(C) অরবিন্দ ঘোষ

(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Answer : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সমাধান: স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জী ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরে এ দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল।

  1. ভারতের 1নং জাতীয় জলপথ  কোথা থেকে কোথা পর্যন্ত আছে ?

(A) এলাহাবাদ থেকে হলদিয়া  জলপথ 

(B) মাদিয়া – ধুবড়ী ব্রহ্মাপুত্র  জলপথ 

(C) কোল্লাম -কোট্টাপুরাম জলপথ

(D) উপরের কোনোটি নয় 

Answer : এলাহাবাদ থেকে হলদিয়া  জলপথ

সমাধান: জাতীয় জলপথ – 1 ( National Waterway 1) হল পণ্য ও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভারতের গঙ্গা নদী এবং তার শাখানদী ভাগীরথী ও হুগলি নদী নিয়ে গড়ে ওঠা একটি জলপথ। এটি হলদিয়া (সাগর) থেকে শুরু হয়ে এলাহাবাদ শহর পর্যন্ত চলেগেছে। জাতীয় জলপথ -1 মোট 1600 কিলোমিটার দীর্ঘ।

বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali

আরোও দেখুন :- বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Click Here

বাংলা কুইজ | Bangla Quiz

আরোও দেখুন :- বাংলা কুইজ | Bangla Quiz Click Here

বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 

বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 : বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 – বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 উপরে আলোচনা করা হয়েছে।

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 | বাংলা জিকে কুইজ পর্ব-২১ 

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 | বাংলা জিকে কুইজ পর্ব-২১ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 | বাংলা জিকে কুইজ পর্ব-২১ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 | বাংলা জিকে কুইজ পর্ব-২১ উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২১ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-21

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২১ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-21  : বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২১ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-21 – বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২১ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-21 গুলো উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21 

  এই “বাংলা জিকে কুইজ পর্ব-২১ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-21” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর কুইজ, জিকে ও প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর কুইজ জানতে আমাদের এই  BengaliQuiz.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।