বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-14
বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-14

বাংলা জিকে কুইজ পর্ব-১৪

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14

বাংলা জিকে কুইজ পর্ব-১৪ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 : বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 নিচে দেওয়া হলো। এই বাংলা জিকে কুইজ পর্ব-১৪ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 থেকে Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, Notes গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট।

 আপনার যারা বাংলা জিকে কুইজ পর্ব-১৪ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।

বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14

  1. আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায়  অবস্থিত ?

(A) মুর্শিদাবাদ

(B) দক্ষিণ দিনাজপুর 

(C) মালদহ

(D) হাওড়া

Answer : মালদহ

সমাধান: আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায়  অবস্থিত।

  1. পশ্চিমবঙ্গের  সাথে   কোন কোন দেশের  আন্তর্জাতিক সীমানা রয়েছে ?

(A) বাংলাদেশ 

(B) নেপাল

(C) ভুটান

(D) ওপরের সবকটি ।

Answer : ওপরের সবকটি ।

সমাধান: পশ্চিমবঙ্গের পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নেপাল এবং ভুটান সীমানা । 

  1. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত  ?

(A) কালিম্পং

(B) দার্জিলিং

(C) বাঁকুড়া

(D) পুরুলিয়া

Answer : দার্জিলিং

সমাধান: টাইগার হিল (2,567 মি) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত |

  1. “বিদ্রোহী কবি ” হিসাবে কে পরিচিত  ?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর 

(B) জীবনানন্দ দাশ 

(C) কাজী নজরুল ইসলাম 

(D) ওপরের কোনোটি নয় ।

Answer : কাজী নজরুল ইসলাম 

সমাধান: কাজী নজরুল ইসলামের  কবিতা ও গান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।

  1. প্রথম কে আবিষ্কার  করেন  যে  উদ্ভিদেরও  প্রাণ  আছে ?

(A) চার্লস ডারউইন ।

(B) সি.ভি রামন ।

(C) আচার্য্য জগদীশ চন্দ্র বসু  ।

(D) মেঘনাদ সাহা ।

Answer :আচার্য্য জগদীশ চন্দ্র বসু  ।

সমাধান: ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস, 1900 সালে উদ্ভিদের উপর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন। বসু গাছগুলিতে বৈদ্যুতিক প্রতিক্রিয়া পরিমাপ করতে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছিলেন। তিনি তার পরীক্ষা-নিরীক্ষা থেকে বলেছিলেন যে একটি গাছের জীবনের শেষ সময় তাতে একটি বৈদ্যুতিক স্প্যাম হয়।

  1. কোন মহান ব্যক্তিত্ব “শের ই বঙ্গাল” নামে পরিচিত ?

(A) এ কে ফজলুল হক ।

(B) সত্যজিৎ রায় 

(C) নেতাজী সুভাষ চন্দ্র বোস ।

(D) বিধান চন্দ্র রায় 

Answer : এ কে ফজলুল হক ।

সমাধান: মুসলিম লীগের নেতাকর্মীরা এ কে ফজলুল হক কে ” শের-ই-বাংলা” উপাধি  দিয়েছিলেন। তবে সাধারণ মানুষের কাছে, বিশেষত বাংলার কৃষকদের কাছে তিনি  ছিলেন তাদের প্রিয় হক সাহেব ।

  1. কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(A) অদূর গোপালকৃষ্ণন ।

(B) শ্যাম বেনেগাল ।

(C) সত্যজিৎ রায় ।

(D) ঋত্বিক ঘটক ।

Answer : সত্যজিৎ রায় ।

সমাধান: সত্যজিৎ রায় 1992 সালে অস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় চিত্র পরিচালক হন।

  1. বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন_____________ ?

(A) গোপাল 

(B) দেব পাল 

(C) ধর্মপাল 

(D) রামপাল 

Answer : গোপাল 

সমাধান: ৭৫০ খ্রিস্টাব্দে গৌড়ের সম্রাট পদে গোপালের নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের উত্থান ঘটে।অধুনা বাংলা ও বিহার ভূখণ্ড ছিল পাল সাম্রাজ্যের প্রধান কেন্দ্র। এই সাম্রাজ্যের প্রধান শহরগুলি ছিল পাটলীপুত্র, বিক্রমপুর, রামাবতী (বরেন্দ্র), মুঙ্গের, তাম্রলিপ্ত ও জগদ্দল।

  1. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

(A) বার্নস পিকক ।

(B) রবার্ট ক্লাইভ ।

(C) ফণী ভূষণ চক্রবর্তী ।

(D) জেমস ব্রাউন ।

Answer : বার্নস পিকক ।

সমাধান: স্যার বার্নেস পিকক হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। 1862 সালের 1 জুলাই আদালত প্রতিষ্ঠিত হওয়ার সময় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

  1. পশ্চিমবঙ্গের  বর্তমান অর্থমন্ত্রী নাম কি ?

(A) মমতা বন্দ্যোপাধ্যায় ।

(B) ব্রাত্য বসু ।

(C) ফিরহাদ হাকিম ।

(D) অমিত মিত্র ।

Answer : অমিত মিত্র ।

সমাধান: অমিত মিত্র হলেন একজন  ভারতীয় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি  অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali

আরোও দেখুন :- বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Click Here

বাংলা কুইজ | Bangla Quiz

আরোও দেখুন :- বাংলা কুইজ | Bangla Quiz Click Here

বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 

বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 : বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 – বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 উপরে আলোচনা করা হয়েছে।

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 | বাংলা জিকে কুইজ পর্ব-১৪ 

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 | বাংলা জিকে কুইজ পর্ব-১৪ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 | বাংলা জিকে কুইজ পর্ব-১৪ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 | বাংলা জিকে কুইজ পর্ব-১৪ উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৪ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-14

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৪ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-14  : বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৪ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-14 – বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৪ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-14 গুলো উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14 

  এই “বাংলা জিকে কুইজ পর্ব-১৪ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-14” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর কুইজ, জিকে ও প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর কুইজ জানতে আমাদের এই  BengaliQuiz.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।