বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-16
বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-16

বাংলা জিকে কুইজ পর্ব-১৬

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16

বাংলা জিকে কুইজ পর্ব-১৬ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 : বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 নিচে দেওয়া হলো। এই বাংলা জিকে কুইজ পর্ব-১৬ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 থেকে Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, Notes গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট।

 আপনার যারা বাংলা জিকে কুইজ পর্ব-১৬ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।

বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16

  1. বিখ্যাত বর্গভীমা মন্দির নিম্নলিখিত কোথায় অবস্থিত ?

(A) চুঁচুড়া

(B) কোলকাতা

(C) তমলুক

(D) আরামবাগ

Answer : তমলুক

সমাধান: বর্গভীমা মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাছে তমলুকের একটি হিন্দু মন্দির। এটি কলকাতা থেকে 87.2 কিলোমিটার দূরে, খড়গপুর থেকে 85 কিলোমিটার দূরে এবং এনএইচ-6 এবং দক্ষিণ পূর্ব রেলপথ দ্বারা ভালভাবে সংযুক্ত। এটি পুরানো কালী মন্দির, প্রায় 1,150 বছর আগে মেয়র রাজবংশের একজন মহারাজা কর্তৃক সার্কায় নির্মিত হয়েছিল।

  1. কোন যুগকে সাধারণত বাংলার স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয় ?

(A) মল্ল যুগ

(B) সেন যুগ

(C) পাল যুগ

(D) মৌর্য যুগ

Answer : পাল যুগ

সমাধান: পাল যুগ সাধারণত বাংলার স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হয়।

  1. বাংলায় বর্ণপ্রথা চালু করেছিলেন কে ?

(A) কুমারপাল

(B) বিজয় সেন

(C) বল্লাল সেন

(D) সমুদ্রগুপ্ত

Answer : বল্লাল সেন

সমাধান: বল্লাল সেন বাংলায় বর্ণপ্রথা চালু করেছিলেন।

  1. সেঞ্চল হ্রদ কোথায় অবস্থিত ?

(A) পুরুলিয়া

(B) পূর্ব মেদিনীপুর

(C) বাঁকুড়া

(D) দার্জিলিং

Answer : দার্জিলিং

সমাধান: দার্জিলিংয়ের দক্ষিণ-পূর্বে 10 কিলোমিটার দূরে অবস্থিত সেনচল হ্রদটি ভারতের দার্জিলিং শহরে খাদ্যযোগ্য জলের মূল জলাধার। হ্রদটি একটি পাহাড়ের উপরে 8,160 ফুট (2,487 মিটার) উচ্চতায় অবস্থিত। এই পাহাড়টিতে বিশ্বের উচ্চতম গল্ফ কোর্স রয়েছে। সেনচাল একটি জনপ্রিয় পিকনিক স্পট। সেনচলে একটি পর্যটন লজ পর্যটকদের আবাসন সরবরাহ করে।

  1. খনিজ দ্রব্য উৎপাদনে পশ্চিমবঙ্গ সারাদেশের মধ্যে কোন স্থান দখল করে ?

(A) প্রথম

(B) দ্বিতীয়

(C) তৃতীয়

(D) চতুর্থ

Answer :তৃতীয়

সমাধান: খনিজ দ্রব্য উৎপাদনে পশ্চিমবঙ্গ সারাদেশের মধ্যে তৃতীয় স্থান দখল করে।

  1. বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত ?

(A) বাঁকুড়া

(B) বীরভূম

(C) নদীয়া

(D) পুরুলিয়া

Answer : বীরভূম

সমাধান: বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূম জেলার বোলপুর মহকুমার শান্তিনিকেতন এর বন্যভুমিতে অবস্থিত।

  1. নিম্নলিখিত কোনটি আকারের দিক দিয়ে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান ?

(A) বক্সা ব্যাঘ্র সংরক্ষণ

(B) জলদাপাড়া জাতীয় উদ্যান

(C) গরুমারা জাতীয় উদ্যান

(D) সিঙ্গালিলা জাতীয় উদ্যান

Answer : সিঙ্গালিলা জাতীয় উদ্যান

সমাধান: সিঙ্গালীলা জাতীয় উদ্যান হল ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যান অবস্থিত।

  1. ফারাক্কা ব্যারেজ তৈরী করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছিল ?

(A) 176.89 cr

(B) 156.49 cr

(C) 187.98 cr

(D) 200 cr

Answer : 156.49 cr

সমাধান: ফারাক্কা ব্যারেজ টাউনশিপ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা (সম্প্রদায় উন্নয়ন ব্লক) এ অবস্থিত।  1961 সালে নির্মাণ শুরু হয় এবং 156.49 কোটি (US$23 মিলিয়ন) ব্যয়ে 1975 সালে সম্পন্ন হয়।  

অবস্থান: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত 

আটক: গঙ্গা 

নদী নির্মাণ ব্যয়: 156.49 

কোটি নির্মাণ শুরু: 1961

  1. তপসিয়া ,ট্যাংরা ,তিলজলা এই স্থানগুলি কোন শিল্পের সঙ্গে যুক্ত ?

(A) অটোমোবাইল

(B) লোহা

(C) চর্মশিল্প

(D) কয়লা

Answer : চর্মশিল্প

সমাধান: তপসিয়া ,ট্যাংরা ,তিলজলা এই স্থানগুলি চর্মশিল্প এর সঙ্গে যুক্ত।

  1. পন্ডিত শঙ্কর ঘোষ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

(A) সেতার

(B) সরোদ

(C) বাঁশি

(D) তবলা

Answer : তবলা

সমাধান: পণ্ডিত শঙ্কর ঘোষ (10 ই অক্টোবর 1935 – 22 শে জানুয়ারী 2016) হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের ফারুখাবাদ ঘরানার একজন ভারতীয় তবলা বাদক ছিলেন।তিনি মাঝেমধ্যে হিন্দুস্তানী ধ্রুপদী গায়ক ছিলেন যেখানে তিনি পতিয়ালার ঘরানা অনুসরণ করেছিলেন।

বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali

আরোও দেখুন :- বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Click Here

বাংলা কুইজ | Bangla Quiz

আরোও দেখুন :- বাংলা কুইজ | Bangla Quiz Click Here

বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 

বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 : বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 – বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 উপরে আলোচনা করা হয়েছে।

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 | বাংলা জিকে কুইজ পর্ব-১৬ 

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 | বাংলা জিকে কুইজ পর্ব-১৬ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 | বাংলা জিকে কুইজ পর্ব-১৬ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 | বাংলা জিকে কুইজ পর্ব-১৬ উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৬ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-16

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৬ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-16  : বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৬ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-16 – বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১৬ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-16 গুলো উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16 

  এই “বাংলা জিকে কুইজ পর্ব-১৬ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-16” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর কুইজ, জিকে ও প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর কুইজ জানতে আমাদের এই  BengaliQuiz.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।