বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK - General Knowledge Quiz in Bengali Part-25

বাংলা জিকে কুইজ পর্ব-২৫

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 : বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 নিচে দেওয়া হলো। এই বাংলা জিকে কুইজ পর্ব-২৫ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 থেকে Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, Notes গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট।

 আপনার যারা বাংলা জিকে কুইজ পর্ব-২৫ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25

  1. পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠা করা হয় ?

(A) 1878

(B) 1900

(C) 1905

(D) 1920

Answer : C

সমাধান: পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি 1905 সালের 1লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করা হয়।

  1. বিপ্লবী ক্ষুদিরাম বসু কোন সালে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টায় গ্রেপ্তার হন ?

(A) 1904

(B) 1906

(C) 1908

(D) 1910

Answer : C

সমাধান: 1908 সালে প্রিঙ্গল কেনেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ড এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন। তারা রাত 8:30 টা নাগাদ বাড়ি ফিরতে মনস্থ করেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী একটা গাড়িতে ছিলেন যেটা কেনেডি এবং তার পরিবারের গাড়ির মতোই দেখতে ছিল। কেনেডি মহিলাগণ কিংসফোর্ডের বাড়ির চত্বর থেকেই যাচ্ছিলেন। যখন তাদের গাড়ি ওই চত্বরের পূর্ব ফটকে পৌঁছায়, ক্ষুদিরাম ও প্রফুল্ল গাড়িটার দকে দৌড়ে যান এবং গাড়িতে বোমাগুলো ছোড়েন। একট প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং গাড়িটা সঙ্গে সঙ্গে কিংসফোর্ডের বাড়িতে আনা হয়। গাড়িটা ভেঙে গিয়েছিল এবং কেনেডি মহিলাগণ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। মিস কেনেডি এক ঘণ্টার মধ্যেই মারা যান এবং মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে 2রা মে তারিখে প্রয়াত হন।

  1. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

(A) ডিরোজিও

(B) ডেভিড হেয়ার

(C) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

(D) স্বামী বিবেকানন্দ

Answer : B

সমাধান: কলকাতা স্কুল বুক সোসাইটি (Calcutta School Book Society) এবং হিন্দু কলেজ (যা পরে প্রেসিডেন্সী কলেজ হয়) প্রতিষ্ঠা করার পর ডেভিড হেয়ার কলেজটির ঠিক বিপরীতে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুলটির নাম (অরপুলি পাঠশালা ও) কলুটোলা ব্রাঞ্চ স্কুল থেকে পরে 1867 সালে পিয়ারীমোহন বন্দোপাধ্যায়ের সময়ে বদলে নাম রাখা হয় হেয়ার স্কুল।

  1. ব্রিটিশ রাজত্বে প্রথম রাজনৈতিক মহিলা বন্দী কে ?

(A) মাতঙ্গিনী হাজরা

(B) প্রীতিলতা ওয়াদেদ্দার

(C) রানী রাসমণি

(D) রাণী শিরোমণি

Answer : D

সমাধান: রানী শিরোমনি — কর্ণগড় সিংহরাজ বংশের শেষ রাজা অজিত সিংহের পত্নী রানী শিরোমনি ( ১৭৫৫-১৮১৩ ) চুয়াড় বিদ্রোহের নায়িকা রূপে অমর হয়ে আছেন । ( ১৭৬৬ ১৭৯৯ ) খৃঃ পর্য্যন্ত সারা মেদিনীপুর চাকলায় রানী শিরোমনি এই দলকে উত্তোজিত করে ইংরাজদের বিরুদ্ধে নামিয়ে দিত । ১৭৯৯ এর ৬ এপ্রিল রানীকে ইংরাজরা বন্দী করলে বিদ্রোহ ভিমিত হয় । কর্ণগড়ে জীবন কাটান তিনি ।

  1. রাণী রাসমণি কে সাধারণ মানুষ কি বলে সম্বোধন করতেন ?

(A) জগৎমাতা

(B) লোকমাতা 

(C) তরুমাতা 

(D) ওপরের কোনোটিই নয় 

Answer : B

সমাধান: 1861 সালের 19- শে ফেব্রুয়ারি, কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরে তার মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানে, চন্দনকাঠে দাহ করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। রানীমার সাধারণ মানুষের প্রতি দয়া-মায়া থাকার জন্য তিনি ‘লোকমাতা’ সম্মান লাভ করেন।তার মৃত্যুর পর ভারতসরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন।

  1. স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকার শিকাগোতে কালজয়ী বক্তৃতা দেন ?

(A) 1868

(B) 1870

(C) 1893

(D) 1900

Answer : C

সমাধান: 11 ই সেপ্টেম্বর 1893: স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিশ্ব ধর্মের সংসদে তার প্রথম বক্তৃতা দেন – ইতিহাসের এই দিনে।

  1. সাগর দ্বীপে প্রতি বছর কি উপলক্ষ্যে বিরাট মেলা বসে ?

(A) চৈত্র সংক্রান্তি

(B) মকর সংক্রান্তি

(C) জন্মাষ্টমী

(D) রাম নবমী

Answer : B

সমাধান: সাগর দ্বীপে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিরাট মেলা বসে।

  1. ” ব্যাঙ্ক অফ ক্যালকাটা ” কোন সালে প্রতিষ্ঠা করা হয় ?

(A) 1760

(B) 1767

(C) 1800

(D) 1806

Answer : D

সমাধান: 1806, ব্যাঙ্ক অফ ক্যালকাটা (বর্তমান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অগ্রদূত) 2 জুন 1806 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রধানত টিপু সুলতান এবং মারাঠাদের বিরুদ্ধে জেনারেল ওয়েলেসলির যুদ্ধে অর্থায়ন করার জন্য।  এটি ছিল ভারতের প্রথম ব্যাঙ্ক এবং 2 জানুয়ারী 1809 তারিখে এর নাম পরিবর্তন করে ব্যাঙ্ক অফ বেঙ্গল রাখা হয়।

  1. সতীদাহ প্রথা কত সালে রদ করা হয়েছিল ?

(A) 1829

(B) 1835

(C) 1842

(D) 1980

Answer : A

সমাধান: 1829  সালের 4 ই ডিসেম্বর তত্কালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক ব্রিটিশ ভারতের সমস্ত বিচার বিভাগে সতী প্রথা নিষিদ্ধ ঘোষিত হয় এবং বেঙ্গল সতী বিধিবিধান পাস হয়।

  1. বিশ্বের প্রাচীনতম বেদ কোনটি ?

(A) ঋক

(B) সাম

(C) যজুর

(D) অথর্ব

Answer : A

সমাধান: ঋগ্বেদ হ’ল প্রাচীনতম বেদ , যা উইটসেল রাজ্যগুলি সম্ভবত 1900 থেকে 1100 খ্রিস্টপূর্বের সময়কালের মধ্যে রয়েছে। উইটজেল আরও উল্লেখ করেছেন যে এটি বৈদিক সময়কালই, যেখানে আগত তালিকাগুলি বৈদিক পাঠকে তিনটি (ট্রে) বা চারটি শাখায় বিভক্ত করে: ঋক , যজুর, সামা এবং অথর্ব।

বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali

আরোও দেখুন :- বাংলা জিকে কুইজ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Click Here

বাংলা কুইজ | Bangla Quiz

আরোও দেখুন :- বাংলা কুইজ | Bangla Quiz Click Here

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 : বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 – বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 উপরে আলোচনা করা হয়েছে।

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 | বাংলা জিকে কুইজ পর্ব-২৫ 

Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 | বাংলা জিকে কুইজ পর্ব-২৫ : Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 | বাংলা জিকে কুইজ পর্ব-২৫ – Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 | বাংলা জিকে কুইজ পর্ব-২৫ উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২৫ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-25

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২৫ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-25  : বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২৫ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-25 – বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-২৫ | Bangla GK MCQ Question and Answer in Bengali Part-25 গুলো উপরে আলোচনা করা হয়েছে।

বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25 

  এই “বাংলা জিকে কুইজ পর্ব-২৫ | Bangla GK – General Knowledge Quiz in Bengali Part-25” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর কুইজ, জিকে ও প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর কুইজ জানতে আমাদের এই  BengaliQuiz.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *